×

খেলা

বাংলাদেশের প্রশংসায় ক্রিকেটবোদ্ধারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১০:৪০ এএম

বাংলাদেশের প্রশংসায় ক্রিকেটবোদ্ধারা

উচ্ছ্বাসিত টাইগার

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের মাটিতেই নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে টাইগাররা। সেটাও পুরো পাঁচদিন দাপট দেখিয়ে এবং ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

অবিস্মরণীয় এই জয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন মুমিনুল বাহিনী। অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিশ্বের ক্রিকেট কিংবদন্তিরা। টুইটারে এখন বাংলাদেশের প্রশংসার জোয়াড় বইছে। উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরাও।

জয়ের জন্য তখনো দরকার ৬ রানের। এরই মধ্যে সাকিব আল হাসানের টুইট, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’

আসলে মাউন্ট মঙ্গানুইয়ে জয় এতটাই নিশ্চিত ছিল, সাকিবের আগেভাগে টুইট করাকে মোটেও বাড়াবাড়ি মনে হয় না। বরং নিউজিল্যান্ডের মাঠে টেস্টের শেষ চার দিনে বাংলাদেশ যেভাবে ছড়ি ঘুরিয়েছে, সাকিবের টুইটটি যেন তারই প্রতিচ্ছবি, জয় এতটাই নিশ্চিত যে আগেভাগে অভিনন্দন জানানোই যায়।

এদিকে বাংলাদেশের জয়ে ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ এক টুইটে লেখেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’

https://twitter.com/VVSLaxman281/status/1478527790857089024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478527790857089024%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2F

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন অভিনন্দন জানিয়ে টুইট করেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ পঞ্চম দিনের খেলা শুরুতে নিউজিল্যান্ডের উইকেট টুপটাপ করে পড়ার সময়ই বাংলাদেশের জয়ের সুবাস পেয়েছিলেন ভন।

তখন টুইট করেন, ‘নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।’

https://twitter.com/dizzy259/status/1478528729714356226?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478528729714356226%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2F

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরের টুইট, 'খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।' অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পির টুইট, ‘অসাধারণ নৈপূণ্য।’

https://twitter.com/MichaelVaughan/status/1478494787795763200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478494787795763200%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2F309069%2FE0A6ACE0A6BEE0A682E0A6B2E0A6BEE0A6A6E0A787E0A6B6E0A787E0A6B0-E0A690E0A6A4E0A6BFE0A6B9E0A6BEE0A6B8E0A6BFE0A695-E0A69CE0A79FE0A787-E0A695E0A6BFE0A682E0A6ACE0A6A6E0A6A8E0A78DE0A6A4E0A780E0A6A6E0A787E0A6B0-E0A6AAE0A78DE0A6B0E0A6A4E0A6BFE0A695E0A78DE0A6B0E0A6BFE0A79FE0A6BE

শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্মের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’ নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করেন, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’

https://twitter.com/saberhc/status/1478335419582345219?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478335419582345219%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2F309069%2FE0A6ACE0A6BEE0A682E0A6B2E0A6BEE0A6A6E0A787E0A6B6E0A787E0A6B0-E0A690E0A6A4E0A6BFE0A6B9E0A6BEE0A6B8E0A6BFE0A695-E0A69CE0A79FE0A787-E0A695E0A6BFE0A682E0A6ACE0A6A6E0A6A8E0A78DE0A6A4E0A780E0A6A6E0A787E0A6B0-E0A6AAE0A78DE0A6B0E0A6A4E0A6BFE0A695E0A78DE0A6B0E0A6BFE0A79FE0A6BE

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App