×

খেলা

টাইগারদের ঐতিহাসিক জয়ে সাকিব-তামিমের আবেগঘন স্ট্যাটাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১০:৩৭ এএম

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ দিন বললে কি বেশি বাড়িয়ে বলা হবে না। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে খেলতে গিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকেই মর্যাদার টেস্ট ক্রিকেটে হারিয়ে দেওয়া নিছক সাধারণ কোনো ঘটনা নয়। নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিন এটিই।

এই সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হতে পারতেন সাকিব-তামিমরাও। তবে সাকিব পারিবারিক কারণে ছুটিতে থাকায় দূর পরবাসে আর চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন তামিম। তারপরেও দুরে থেকে উপভোগ করেছেন মুমিনুল হক, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাসদের কিউইবধ।

আর ম্যাচ শেষে নিজের সতীর্থদের অভিনন্দন জানাতে একদমই সময় নেননি সাকিব-তামিম। নতুন বছরের শুরুটা দারুণভাবে করায় অধিনায়ক মুমিনুল হকসহ দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে অভিনন্দন জানিয়েছেন সাকিব-তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিব লিখেছেন, ‘কী দারুণভাবে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’

তিনি লিখেছেন, ‘আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’

তামিম ইকবাল ফেসবুকে। লেখেন - ঢাকায় এখন প্রায় ৪টা। আশা করি সবাই খেলা দেখবেন।

এরপর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নাতিদীর্ঘ স্ট্যাটাস দেন।

তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউ জিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি! সবচেয়ে ভালোলাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি। আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App