×

জাতীয়

ইসিকে আর তফসিল না দেয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম

ইসিকে আর তফসিল না দেয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

প্রতীকী ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে তফসিল না দিতে ইসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৫ জানুয়ারি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে রাখা বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।

তিনি বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। সারাদেশে করোনা পরিস্থিতিও ঊর্ধ্বমুখী। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই যে এই মুহুূর্তে নতুন করে আর কোনো নির্বাচনের তফসিল যেন ঘোষণা করা না হয়।

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। গত সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছিল ২৫ জনের। এ সপ্তাহে সে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App