×

জাতীয়

অষ্টম ধাপে ৮ ইউপিতে ভোটগ্রহণ ১০ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৪:২১ পিএম

অষ্টম ধাপে ৮ ইউপিতে ভোটগ্রহণ ১০ ফেব্রুয়ারি

ফাইল ছবি

অষ্টম ধাপে আগামী ১০ ফেব্রুয়ারি পাঁচ জেলার ছয় উপজেলার আটটি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তফসিল অনুযায়ী এই আট ইউপিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৬ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৭ জানুয়ারি, প্রার্থিতা তা প্রত্যাহারের শেষ সময় ২৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১০ ফেব্রুয়ারি।

যেসব ইউপিতে ১০ ফেব্রুয়ারি ভোট নেয়া হবে সেগুলো হলো- রাজধানীর কেরানীগঞ্জের তারানগর, গাজীপুরের কালিয়াকৈর শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা এবং সুবর্নচর উপজেলার চর জব্বর, চর জুবলী, ভোলার লালমোহন উপজেলার বদরপুর এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App