×

রাজধানী

অব্যবস্থাপনার চিত্র দেখতে ঝটিকা পরিদর্শনে মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০২:০৬ পিএম

অব্যবস্থাপনার চিত্র দেখতে ঝটিকা পরিদর্শনে মেয়র আতিক

বুধবার হঠাৎই মিরপুর ১ নম্বরে শাহ আলীবাগ এলাকা পরিদর্শনে মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা ঠিকভাবে কাজ করছেন কি না, তা দেখতে শীতের সকালে হঠাৎই মিরপুর ১ নম্বরে শাহ আলীবাগ এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে আটটায় এ এলাকার অলিগলি ঘুরে নানা অব্যবস্থাপনার চিত্র দেখলেন তিনি।

মেয়রের এমন পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেছেন তার সঙ্গে থাকা ব্যক্তিদের একজন। ওই ভিডিওতে দেখা যায়, শাহ আলীবাগ এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে পরিচ্ছন্নতার বিষয়টি দেখছেন মেয়র। এ সময় সড়কে মানুষের চলাচল বিঘ্ন করে রাখা ইট, বালুসহ নির্মাণসামগ্রী ফেলে রাখতে দেখেন তিনি। দোকানের সামনে ময়লা-আবর্জনা দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

ভিডিওতে দেখা যায়, হঠাৎ মেয়রের ঝটিকা পরিদর্শনে বাসিন্দাদের অনেকেই হতবাক হয়ে যান। মেয়র আসার খবর পেয়ে একপর্যায়ে স্থানীয় কাউন্সিলরও সেখানে আসেন। ডেকে আনা হয় ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শককেও। এ সময় পরিচ্ছন্নতা পরিদর্শকের কাছে সড়কে কেন বালু ফেলে রাখা হয়েছে, ফুটপাতে কেন ইট রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, দোকানের সামনে কেন ময়লা জমে আছে, এমন বিষয়ে কৈফিয়ত চান মেয়র। তখন পরিচ্ছন্নতা পরিদর্শক মেয়রকে জানান, সড়কে যারা নির্মাণসামগ্রী রাখছেন, তাদের একাধিকবার নোটিশ করা হলেও এগুলো সরাচ্ছেন না।

ভিডিওতে আরও দেখা যায়, প্রায় ঘণ্টাখানেক এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন মেয়র। একপর্যায়ে মেয়রকে বলতে শোনা যায়, নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নাগরিকদেরও রয়েছে। দোকানিরা দোকান খোলার পর নির্দিষ্ট জায়গায় ময়লা না রেখে, তা রাস্তায় ফেলছেন। এ ময়লা নর্দমাতে যাওয়ার পর সেখানে পানিপ্রবাহে প্রতিবন্ধকতার তৈরি হচ্ছে। এসব না করার অনুরোধ জানান তিনি।

ওই এলাকার বিভিন্ন সড়ক ঘোরার সময় মেয়র দেখতে পান, কেউ ফুটপাতে মালামাল রেখেছেন, কেউ খাবার হোটেল বসিয়েছেন, কেউ দোকানের সামনে টেবিল বসিয়েছেন ক্রেতাদের জন্য। ফুটপাত থেকে এসব সরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন মেয়র আতিকুল।

এমন ঝটিকা পরিদর্শনের কারণ জানতে চাইলে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, দেখুন, মেয়রের চেয়ারে বসেছি এই পদ উপভোগ করার জন্য নয়। নাগরিক সেবার কি অবস্থা, তা তো অফিসে বসে দেখা যায় না। তাই কৌতূহল থেকেই হুট করে ঝটিকা পরিদর্শনে গিয়েছি।

মেয়র আতিকুল বলেন, নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হলে নগরবাসীকেও সহযোগিতা করতে হবে। এককভাবে কোনো সংস্থা অব্যবস্থাপনা দূর করতে পারবে না। কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। একই সঙ্গে জনভোগান্তি তৈরি করে যারা ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মেয়রের একান্ত সচিব ফরিদ উদ্দিন বলেন, কাউকে না জানিয়েই তারা ওই এলাকায় পরিদর্শনে গেছেন। পর্যায়ক্রমে উত্তর সিটির বিভিন্ন এলাকায় হুট করেই এভাবে পরিদর্শনে যাবেন মেয়র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App