স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে মাঝেমধ্যে রক্তপাত হয়। তাই ওই এলাকায় রক্তপাত বন্ধে পুলিশকে আরও শক্তিশালী করা হবে।
বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আয়োজিত চারদিনব্যাপী পার্বত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে তবে রক্তপাত বন্ধ করার জন্য পুলিশকে আরও শক্তিশালী করা প্রয়োজন। রক্তপাত বন্ধ হলে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।
পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ আরও অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।