×

জাতীয়

রাজধানীর তুরাগে আগুনে পুড়ে মৃত্যু তিনজনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১১:২৪ এএম

রাজধানীর তুরাগে আগুনে পুড়ে মৃত্যু তিনজনের

প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে আগুনে পুড়ে মৃত্যু তিনজনের

রাজধানীর তুরাগে পুড়ে যাওয়া ঘর

রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহগুলোর পরিচয়- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

কিশোরী আফরিনের মা ফাতেমা বেগম জানান, নিহত তিনজন খালাত ভাইবোন। আফরিন মাদরাসার ছাত্রী। তার বাবা নাই, আমি অন্যের বাসায় কাজ করে মেয়েকে লেখাপড়ার খরচ যোগাড় করি। এখানে এক হাজার ৫০০ টাকা ভাড়ায় থাকি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরার মানিক বস্তি খালপাড়ে সরকারি খাসজমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করেছে।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সজল কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেখান থেকেই আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হতে পারে। ইতোমধ্যে পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App