×

মুক্তচিন্তা

নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১২:৪৯ এএম

আবহমান কাল থেকে বস্ত্র শিল্পের সূতিকাগার হিসেবে নরসিংদীর পরিচয় সুবিদিত। বাংলার গর্ব বিখ্যাত ‘মসলিন’ এ অঞ্চলের তাঁত শিল্পীরা তাদের সুনিপুণ দক্ষতায় তৈরি করতেন। ব্রিটিশ আমলে এদেশের তাঁত শিল্প ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করার জন্য অত্যাচারী ব্রিটিশরা নরসিংদী অঞ্চলের তাঁতিদের ওপর সর্বাধিক নির্যাতন চালায়। তাদের হাতের আঙ্গুল কেটে দেয়, চরকা ভেঙে ফেলে। এই সময় ফিরিঙ্গী নীলকররা এই অঞ্চলের কৃষকদের নীলচাষে বাধ্য করতে তৎপর হয়। নীলকুঠী প্রতিষ্ঠা করে নীল বিদ্রোহীদের বিরুদ্ধে চালায় নির্যাতনের স্টিম রোলার। অথচ কৃষিতে সব সময় নরসিংদী ছিল অত্যন্ত সমৃদ্ধ। মেঘনার পললে এই অঞ্চলের জমি উর্বর। ধান, পাঠ, আলু, বাদাম, সরিষা, ইক্ষু ভালো জন্মে। উপরন্তু শীতলক্ষ্যা ও মেঘনা বেষ্টিত এ অঞ্চলের জেলেরা জাল ফেললেই উপার্জন করতেন প্রকৃতির অনন্য সম্পদ মৎস্য। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ও তাঁত শিল্পের বদৌলতে এ অঞ্চলের জনগণ প্রগৈতিহাসিক আমল হতেই ছিল সমৃদ্ধ ও সচ্ছল। গত পাঁচশ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে প্রতিটি স্বাধিকার আন্দোলনে নরসিংদীর সাহসী মানুষের অগ্রণী ভূমিকা রয়েছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এখানকার মানুষের সাহসী ভূমিকার কথা ইতিহাসে পাওয়া যায়। ১৯৪৭ সালের ভারত বিভাগ, ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ছাত্র আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং ’৭১-এর মুক্তিযুদ্ধসহ সর্বত্র এ অঞ্চলের মানুষের রক্ত বিসর্জন রয়েছে। স্বদেশি আন্দোলনের নেতা খান মল্লিক, হাজি মৌলভী তোফাজ্জল হোসেন, ’৬৯-গণঅভ্যুত্থানে শহীদ আসাদ, মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও সেক্টর কমান্ডার নূরজ্জামান এ অঞ্চলের শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম। স্বাধীনতার পরও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নরসিংদীর কৃতী সন্তানরা সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল নূরুদ্দিন খান, সাবেক সচিব নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, বাসসের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ টি সিদ্দিক, সেনাবাহিনীর সাবেক পিএসও মেজর জেনারেল মাহমুদুল হাসান প্রমুখ ওদের কয়েকটি উদাহরণ। শিল্প-সাহিত্যেও নরসিংদীকে একেবারে অগ্রাহ্য করা চলে না। কারণ কবি শামসুর রাহমান, আলাউদ্দিন আল আজাদ, বেনজীর আহমেদ, শিল্পী আপেল মাহমুদ, ঔপন্যাসিক রতন সিদ্দিকীর পিতৃপুরুষ এই অঞ্চলের পবিত্র মাটিতেই মানুষ হয়েছেন। দেশ ও জনগণের কল্যাণ ও স্বাধীনতায় এই অঞ্চলের মানুষের যে ব্যাপক অবদান সেই তুলনায় এই অঞ্চলের উন্নয়ন একেবারেই হয়নি। এখনো গ্রামে গ্রামে লড়াই চলছে। একদল টেঁটাবিদ্ধ করছে অপর দলকে। প্রশাসন ও বিচার বিভাগের অগোচরে ও অবহেলায় ফি বছর খুন, ধর্ষিত, আহত ও বিকলাঙ্গ হচ্ছে শত শত মানুষ। জমির ফসলের সব টাকা দলাদলি, মারামারিতে বিনষ্ট হচ্ছে। থানা-পুলিশ, উকিল-আদালত, ডাক্তার-হাসপাতাল, বিচার-সালিশ, জরিমানায় সব টাকা শেষ হয়ে যায়। এ অঞ্চলের প্রতি বিগত কোনো সরকারই নজর দেয়নি। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। শিক্ষা নেই, চিকিৎসা নেই। এখনো বিদ্যুৎহীন অন্ধকারে নিমজ্জিত এ অঞ্চলের বিশাল জনপদ। রেলপথ ও জলপথই যোগাযোগের প্রধান মাধ্যম। আধুনিক সড়ক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়নি। ১০ মাইল পথ অতিক্রম করতে এখনো ৪-৫ ঘণ্টা লেগে যায়। এখনো বেশিরভাগ মানুষ সুচিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন। সঠিক শিক্ষা নেই। ভুল শিক্ষা পেয়ে গ্রামের পর গ্রাম কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছে। গরুর পেট থেকে জন্ম নিলে হয় গরু। ছাগলের পেট থেকে জন্ম নিলে হয় ছাগল। হাতির পেট থেকে জন্ম নিলে হয় হাতি। সিংহের পেট থেকে জন্ম নিলে হয় সিংহ। মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না। তাকে শিক্ষা দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। নরসিংদী জেলা থেকে প্রতি বছর ৬০ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদের উচ্চশিক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই। নরসিংদী জেলায় আন্তর্জাতিক মানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তরুণ সমাজ নিজ বাড়িতে বসে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। উচ্চশিক্ষায় আলোকিত তরুণ সমাজ নিজ এলাকায় শিল্প, খামার, হাসপাতাল গড়ে তুলবে। শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা পালন করবে। অনুন্নত ও অবহেলিত মানব জনসম্পদে উন্নতি হবে। নরসিংদী থেকে চিরতরে দূর হবে বেকার সমস্যা। ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, বিভেদ-হানাহানির বিপরীতে শিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত হবে। মানুষে মানুষে বিভেদ বন্ধ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

ফারুক আহমেদ কাজল, চেয়ারম্যান নরসিংদী ইউনাইটেড কলেজ, নরসিংদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App