×

আন্তর্জাতিক

দিল্লিতে ৮৪ শতাংশই ওমিক্রন, পশ্চিমবঙ্গে ১০ জনের ২ জনই করোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৯:০৪ এএম

দিল্লিতে ৮৪ শতাংশই ওমিক্রন, পশ্চিমবঙ্গে ১০ জনের ২ জনই করোনা

প্রতীকী ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংগৃহীত করোনায় আক্রান্তদের নমুনা পরীক্ষায় ৮৪ শতাংশই ওমিক্রন পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সোমবার (৩ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে ৩০-৩১ ডিসেম্বরের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি জানা গেছে। দিল্লির নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সোমবার জানানো হয়, সেখানে করোনায় শনাক্ত হয়েছে চার হাজার রোগীর। শনাক্তের হার সাড়ে ছয় শতাংশ। খবর হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে কমেছে করোনার দৈনিক সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে বলা হয়, রাজ্যটিতে করোনায় দৈনিক আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৭৮ জন। কলকাতায় দুই হাজার ৮০১, উত্তর চব্বিশ পরগনায় এক হাজার ৫৭, হাওড়ায় ৩৪০, দক্ষিণ চব্বিশ পরগনায় ২৫৮, পশ্চিম বর্ধমানে ২৮২, বীরভূমে ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। তার মধ্যে চার জন কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার অধিবাসী। একই সঙ্গে শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App