×

আন্তর্জাতিক

চীনে তিনজনের করোনা, লকডাউনে ১১ লাখ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৫:০০ পিএম

চীনে তিনজনের করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরেই লকডাউন জারি করেছে শহরটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ জানুয়ারি) চীনের মধ্যাঞ্চলীয় ইউঝৌ শহরে ১১ লাখের বেশি মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়।

উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই শহরজুড়ে লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। ঘোষণায় বলা হয়েছে, এই শহরের লোকজনের বাইরে বের হওয়া উচিত হবে না। মহামারি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করতে সব সম্প্রদায় প্রয়োজনে গেট নির্মাণ করে প্রহরী বসাবে।

করোনা ইস্যুতে চীন জিরো কোভিড নীতি অনুসরণ করছে। এরই মধ্যে দেশটির সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।এছাড়া দেশটিতে প্রথম করোনা শনাক্তের পর থেকেই একের পর এক শহরে লকডাউন জারি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাস এবং ট্যাক্সি চলাচল স্থগিত করেছে।

এছাড়া শপিংমল, জাদুঘর এবং পর্যটন এলাকা বন্ধ রাখা হয়েছে। এদিকে চীনে নতুন করে আরও ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পাঁচজন হেনান প্রদেশের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App