×

জাতীয়

জুনের মধ্যেই সব ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ : শেখ তাপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:০১ পিএম

জুনের মধ্যেই সব ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ : শেখ তাপস

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ বছরের জুন মাসের মধ্যেই সকল ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন পর্যটন কেন্দ্র নির্মাণ করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর মানিকনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ব্যারিস্টার তাপস বলেন, আজ আমাদের পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি যে, আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহিত উদ্যোগ সম্পর্কে জানিয়ে মেয়র বলেন, আমরা নতুন ও আধুনিক যন্ত্রপাতি ক্রয় করার উদ্যোগ নিয়েছি। যার মাধ্যমে আমরা আশাবাদী যে, এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকতে পারবে না, থাকবে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, কাউন্সিলরদের মধ্যে মো. সামছুল হুদা কাজল, মো. সিরাজুল ইসলাম ভাট্টি, চিত্ত রঞ্জন দাস, মাকসুদা শমসের প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App