×

আন্তর্জাতিক

করোনায় পাঞ্জাবেও আজ থেকে রাত্রিকালীন কারফিউ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১২:১৮ পিএম

করোনায় পাঞ্জাবেও আজ থেকে রাত্রিকালীন কারফিউ ঘোষণা

প্রতীকী ছবি

ভারতের পাঞ্জাবে করোনা বাড়তে থাকায় রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চরঞ্জিৎ সিং চান্নি। তিনি জানান, কারফিউ চলাকালে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সব ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর এনডিটিভির।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরঞ্জিৎ সিং বলেন, করোনার প্রকোপ আবারও বাড়তে শুরু করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। তবে স্বাস্থ্য সংস্থা, ফার্মেসি ও হাসপাতালগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালিত করতে পারবে।

প্রতিদিন রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App