আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলীয় ক্লাব ক্রুজেইরোর রোনালদো। গত রবিবার (২ জানুয়ারি) রাতে এ খবর নিশ্চিত করে ক্রুজেইরো।
গত ডিসেম্বরেই ক্রুজেইরোর মালিকানা কিনেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদো। এ মুহূর্তে তিনি আইসোলেশনে আছেন বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
এছাড়া, রবিবার রাতে এক বিবৃতিতে প্যারিসের ক্লাব পিএসজি জানায়, তাদের ক্লাবের লিওনেল মেসিসহ চারজন ফুটবল তারকা এতে আক্রান্ত হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।