×

আন্তর্জাতিক

নেদারল্যান্ডের নতুন মন্ত্রিসভায় ১৪ নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ পিএম

নেদারল্যান্ডের নতুন মন্ত্রিসভায় ১৪ নারী

নেদারল্যান্ডসের নতুন মন্ত্রিসভায় থাকছেন সিগরিড কাগও। ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডের নতুন মন্ত্রিসভায় ১৪ নারী সদস্য যুক্ত হতে যাচ্ছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা আগামী ১০ জানুয়ারি শপথ নেবেন। রোববার (২ জানুয়ারি) আসন্ন মন্ত্রীসভায় যুক্ত হতে যাওয়া মন্ত্রীদের তালিকায় দেখা যায়, ২৯ জন মন্ত্রীর মধ্যে ১৪ জনই নারী। নেদারল্যান্ডে গত মার্চে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ২৭১ দিন পর গত ডিসেম্বর মাসে জয় লাভ করা চারটি দল জোট সরকার গঠনের বিষয়ে সম্মত হয়। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মার্ক রুট্টে। প্রকাশিত তালিকা অনুযায়ী, তুর্কি বংশোদ্ভূত দিলান ইয়েসিলগোজ জেগেরিয়াস বিচার ও নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ৪৩ বছর বয়সী এই নারী শৈশবে নেদারল্যান্ডে যান। মধ্য ডানপন্থী পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) থেকে মনোনীত হয়েছেন তিনি। মার্ক রুট্টেও এ দলেরই নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App