×

শিক্ষা

জবিতে মানসিক চিকিৎসা সেবার দ্বার খুলল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৩:৪৫ পিএম

জবিতে মানসিক চিকিৎসা সেবার দ্বার খুলল

কাউন্সেলিং সেন্টার উদ্বোধন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক। ছবি : ভোরের কাগজ

‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বার খুলল মানসিক চিকিৎসা সেবার। আজ সোমবার (৩ জানুয়ারি) ভাষা শহীদ রফিক ভবনে মেডিকেল সেন্টারের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, সেন্টারটি ছাত্রছাত্রীদের মানসিক চিকিৎসা দেবে। পড়ালেখায় নানা সমস্যায় পরামর্শও পাবে তারা। এছাড়া শিক্ষকরাও প্রয়োজন মনে করলে সেবা নিতে পারবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামালউদ্দীন আহমদ, কাউন্সিলিং কমিটির আহবায়ক মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নূর মোহাম্মাদ, সদস্য সচিব সমাজবিজ্ঞান বিভাগের আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সানজিদা খান এবং উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিন কাউন্সিলিং সেন্টার উদ্বোধনসহ কাউন্সিলিং কমিটির আয়োজনে কার্যালীসহ মানসিক স্বাস্থ্য পরিমাপন, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App