×

অর্থনীতি

স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও হলেন মতিন পাটোয়ারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:৫৬ এএম

পুঁজিবাজারের উন্নয়ন ও তারল্য সংকট দূর করতে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ পেয়েছেন ডিএসইর সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী।

সিএমএসএফ-এর বোর্ড অফ গভর্নর্স (বিওজি) এর সিদ্ধান্ত এবং পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে আব্দুল মতিন পাটোয়ারীর এ নিয়োগ অনুমোদিত হয়েছে।

বছরের প্রথম দিন থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে বলে জানা যায়।

আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসাবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। পরে গত বছরের অক্টোবরে তিনি পদত্যাগ করেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেন ১ জানুয়ারি ২০২২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App