×

সারাদেশ

সেখ মহসিনের এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১২:০৬ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ পেয়েছেন সেখ মোহাম্মদ মহসিন। তিনি ওই অধিদপ্তরের জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন শাখা-১-এর উপসচিব রিয়াসাত আল ওয়াসিফ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান ৩০ ডিসেম্বর সরকারি চাকুরি থেকে অবসরে যান বিধায় অধিদপ্তরের জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আব্দুর রশীদ খানের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার তার চাকুরির মেয়াদ শেষ হয়। সেখ মোহাম্মদ মহসিন ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর চট্রগ্রামের মিরসরাই উপজেলার শেখতোলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার মো. মশিয়ত উল্লাহ চৌধুরী একজন সরকারি কর্মকর্তা ছিলেন । মাতা দেল আফরোজা।

তিনি ১৯৭৯ সালে চট্রগ্রামে সরকারি মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৮১ সালে চট্রগ্রাম সরকারি কলেজ থেকে  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯৮৭ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলাদেশ ইনিস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্রগ্রাম (বর্তমানে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক সম্মান, ১৯৯৪ সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে (জিও টেকনিক্যাল ও ফাউন্ডেশন) স্নাতকোত্তর এবং ২০০২ সালে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্বাবিদ্যালয় থেকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৮৮ সালে সহকারি প্রকৌশলী হিসাবে তৎকালীন স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর প্রধান কর্যালয়ে যোগদানের মাধ্যমে তিনি কর্ম জীবন শুরু করেন। নির্বহী প্রকৌশলী হিসাবে পদোন্নতি পেয়ে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন এবং প্রকল্প পরিচালক হিসেবে সেখ মোহাম্মদ মহসিন উন্নয়ন সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) অর্থায়ানে সুনামগঞ্জ কমিউনিটি ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে (এসসিবিআরএমপি), জাইকার অর্থায়ানে হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প (এইচএফএমএলআইপি), এবং ইফাদ অর্থায়ানে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের (হিলিপ) সফলভাবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে ইফাদ এর জেন্ডার এওয়ার্ড ফর এশিয়া প্যাসিফিক রিজিয়ন পুরস্কার লাভ করেন। তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি পেয়ে সিলেটে কর্মরত ছিলেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেন এবং অধিদপ্তরের সড়ক ও সেতু রক্ষনাবেক্ষণ ইউনিটে সর্বশেষ পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটে কর্মরত ছিলেন।

তিনি রবিবার (২ জানুয়ারি) সকালে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দুই কন্যা ও একপুত্রের জনক। তার পুত্র শেখ মোহাম্মাদ মাশরুর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। মেয়ে ফাইরূজ বিনতে মহসিন একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। ছোট মেয়ে ভিকারুননিসা ৫ম শ্রেণির ছাত্রী। তার স্ত্রী লুবনা আলম চৌধুরী গৃহিণী।

তিনি ৩৪ বছরের চাকুরী জীবনে পেশাগত দক্ষতা অর্জনে ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া এবং দক্ষিণন কোরিয়ায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App