×

সারাদেশ

রাঙামাটিতে বিদেশি পর্যটকদের জন্য সহায়তা কেন্দ্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৯:৪৭ পিএম

রাঙামাটিতে বিদেশি পর্যটকদের জন্য সহায়তা কেন্দ্র

রবিবার রাঙামাটির প্রবেশ মুখ বেতবুনিয়ার রাবার বাগান এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। ছবি: ভোরের কাগজ

পার্বত্য জেলা রাঙামাটির প্রবেশ মুখে বিদেশি পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) রাঙামাটির প্রবেশ মুখ বেতবুনিয়ার রাবার বাগান এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।

এ সময় রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান, রাঙামাটি রিজিয়নের জিটু আই মেজর মো. নাজমুল হাসান, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সরকারের উপসহকারী প্রকৌশলী রিগেন চাকমা, ঠিকাদার কাঞ্চন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের ঘুরতে আসা সকল বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর ভুমিকা অপরিসীম। বিদেশি পর্যটকরা রাঙামাটিতে প্রবেশ করার শুরু থেকে পর্যটক সহায়তা কেন্দ্র ভূমিকা রাখবে।

রাঙামাটি জেলা পরিষদ প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রাঙামাটির প্রবেশ মুখ রাবার বাগান চেক পোষ্ট এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্র নির্মাণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App