×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কলোরাডোর দাবানলে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের কলোরাডোর দাবানলে নিহত ৩

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে দাবানলে ক্ষতিগ্রস্ত একটি অঞ্চল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দাবানলে তিনজন নিহত হয়েছে, এদিকে প্রায় এক হাজারের কাছাকাছি ঘর পুড়ে যাওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

তবে স্থানীয় কর্মকর্তারা দাবানলে মৃত ও নিখোঁজ বাসিন্দাদের বিষয়ে এখনও প্রাথমিক প্রতিবেদন তৈরি করেননি। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কলোরাডো অঞ্চলে ঐতিহাসিক খরার পর দাবানল দেখা দেয়। কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টি ও লুইভিল শহরে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা আগুনে আরও হতাহতের আশঙ্কা করছেন।

লুইভিলে শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। বৃহস্পতিবার সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। গভর্নর জ্যারেড পোলিস ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App