×

আন্তর্জাতিক

ভারতের উত্তরাখন্ডে স্কুলের ৮৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০২:৩৬ পিএম

ভারতের উত্তরাখন্ডে রাজ্যের জাওহার নবোদয় বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। রাজ্যের ডেপুটি কালেক্টর রাহুল শাহ বলেছেন, প্রাথমিকভাবে স্কুলের শিক্ষক-কর্মচারীসহ ১১ জন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়।

এরপর উত্তরাখন্ডের স্বাস্থ্য বিভাগ স্কুলটিতে করোনা শনাক্তের ক্যাম্পে ৪৯৬ জনের স্যাম্পল সংগ্রহ করে। এসময় ৮৫ জন শিক্ষার্থী করোনা পজিটিভ শনাক্ত হন। খবর এনডিটিভির।

করোনা সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে আসার পর ডেপুটি কালেক্টর রাহুল শাহর নির্দেশনায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্কুলটিকে মাইক্রো কনটেইনমেন্ট জোনে রূপান্তরিত করা হয়।

এছাড়া, করোনা আক্রান্ত শিক্ষার্থীদের স্কুলেই আইসোলেশনে রাখা হয় এবং করোনা নেগেটিভ রেজাল্ট আসা শিক্ষার্থীদের জন্য দ্রুত অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী উত্তরখণ্ডে শনিবার (১ জানুয়ারি) চার জনের ওমিক্রন শনাক্ত হয়। এ নিয়ে রাজ্যটিতে ওমিক্রন শনাক্তের সংখ্যা আটে উপনীত হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App