×

পুরনো খবর

গৌরবের চেতনা ছড়িয়ে শেষ হলো ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৮:৪৭ পিএম

গৌরবের চেতনা ছড়িয়ে শেষ হলো ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা'

মেলা'র শেষ দিনও ছিলো পাঠক-ক্রেতা-দর্শনার্থী শূন্য। ছবি: ভোরের কাগজ

রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে চারদিন ব্যাপী 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা'র শেষ দিন ছিলো আজ। তবে কিছুটা উপস্থিতি কম ছিলো পাঠক-ক্রেতা-দর্শনার্থীদের। গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার এ বইমেলা শুরু হয়ে আজ রবিবার শেষ হয়। তবে শেষ দিনে কিছুটা অলস সময় পার করেছেন বিক্রেতারা।

রবিবার (২ জানুয়ারি) বিকেলে স্টলের বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা বলেন, আজকে সারাদিন একটা বইও বিক্রি করতে পারিনি। এক বিক্রেতা বলেন, চারদিনে মোট ২ হাজার টাকার বই বিক্রি করেছি।

আদর্শ প্রকাশনীর বিক্রেতা মো. জাহিদ বলেন, প্রচার-প্রচারণা তেমনটা হয়নি বললেই চলে। যার কারণে সকাল থেকে কোনো ক্রেতা নেই। আমরা আসি আর বসে থাকি।

উত্তরণ প্রকাশনীর বিক্রেতা মো. হাবিবুল বশর পিয়াস বলেন, চারুকলাতে জয়নুল উৎসব চলছে গত তিনদিন। উৎসবে আসা মানুষ পাশাপাশি এখানেও আসতেন। তবে তেমন কেউ বই কিনতো না। ছবি, সেলফি তুলে চলে যায়, তেমন কেউ বই কিনে না। বইয়ের প্রতি মানুষের আগ্রহ নেই বললেই চলে।

বিশ্বসাহিত্য ভবনের বিক্রেতা নুর মোহাম্মদ বলেন, গত চারদিন খুব কম বই বিক্রি হয়েছে। এ বইমেলা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। আমরা যেরকম আশা নিয়ে এসেছিলাম তার কোনো ফলাফল আমরা পাইনি।

এদিকে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা' উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের গণগ্রন্থগারের কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে পুরস্কার দেওয়া হয়। এতে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, গণগ্রন্থগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু বকর সিদ্দিক, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App