×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ, বন্ধ স্কুল-কলেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৭:০২ পিএম

পশ্চিমবঙ্গে ১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ, বন্ধ স্কুল-কলেজ

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। গত চার দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি পেয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যটির একাধিক সরকারি অনুষ্ঠান বাতিল হয়েছে। এর পাশাপাশি রবিবার নবান্ন ভবনে জরুরি বৈঠক শেষে আরও বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

তিনি জানান, সোমবার (৩ জানুয়ারি) থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট যাত্রী আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে।

পশ্চিমবঙ্গের আসন্ন পৌরসভা ভোট নিয়ে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App