×

খেলা

নাজমুল-মাহমুদুলের ফিফটিতে বাংলাদেশ ভালো অবস্থানে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:২৬ এএম

নাজমুল-মাহমুদুলের ফিফটিতে বাংলাদেশ ভালো অবস্থানে

ছবি: ইন্টারনেট

নাজমুল-মাহমুদুলের ফিফটিতে বাংলাদেশ ভালো অবস্থানে

ছবি: ইন্টারনেট

দুই ইনিংসেই ভালো অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় দিনে কিউইদের ৩২৮ রানে থামিয়ে ব্যাটিংয়ে ভালো খেলছেন টাইগাররা। এ প্রতিবেদন লেখার সময় ৬৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭০ রান। এখনও প্রথম ইনিংসে ১৬১ রানে পিছিয়ে সফরকারীরা।

দ্বিতীয় দিনের শুরুতে অর্ধশতক তুলে নিয়েছেন টপঅর্ডারের দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৪৩ রানের সময় বাঁহাতি ওপেনার সাদমান ইসলামকে কট অ্যান্ড বোল্ড করেন ওয়াগার। ২২ রান করে সাজঘরে ফিরলেন তিনি। এর পর জয়-শান্ত জুটি স্কোর বোর্ডে এখন পর্যন্ত যোগ করেছেন ৯১ রান। তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় খেলছেন ধীরে-সুস্থে। ১৬৫ বলে ৫ বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন জয়।

অন্য প্রান্তে তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত কিছুটা মারমুখী। ৬ বাউন্ডারি ও এক ছক্কায় অর্ধশতক তুলে নিয়েছেন শান্ত। অবশেষে ৬৪ রানে শান্তকেও ফেরান ওয়াগার।

মাউন্ট মাঙ্গানুয়ে আজ দিনের শুরুটাও ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে খুব বেশি বড় হতে দেয়নি নিউজিল্যান্ডের সংগ্রহ। শনিবার ম্যাচের প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল নিউজিল্যান্ড।

রবিবার তাদের বাকি ৫ উইকেট তুলে নিতে বাংলাদেশের লেগেছে ২০.৪ ওভার। আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয়েছেন কিউইরা। প্রথম দিনের বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন শরিফুল-তাসকিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App