×

জাতীয়

খুব শিগগিরই গণমাধ্যমকর্মী আইন: তথ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০২:২৪ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের কল্যাণে খুব শিগগিরই গণমাধ্যমকর্মী আইন পাস হবে। আইনমন্ত্রীএর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে এটি।

রবিবার (২ জানুয়ারি) রাজধানীর চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের কল্যাণে গ্রুপ ইন্সুরেন্স করার তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সংবাদপত্রগুলোকে তাদের কর্মীদের কল্যাণেই গ্রুপ ইন্সুরেন্স করতে হবে। এটি ওয়েজবোরডেও আছে। তাই এটি বাস্তবায়নে সাংবাদিকদের ইউনিয়ন নেতাদের মনিটরিংয়ের তাগিদ দেন তিনি।

এছাড়া, সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারেরও ধারাবাহিকতা প্রয়োজন। তাই সাম্প্রদায়িকতার নামে দুষ্কৃতকারীরা যেন ক্ষমতা দখল করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App