×

আন্তর্জাতিক

ওমিক্রনের পর এবার ইসরায়েলে ‘ফ্লোরোনা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১০:৩৯ এএম

ওমিক্রনের পর এবার ইসরায়েলে ‘ফ্লোরোনা’

প্রতীকী ছবি

নিত্যনতুন ধরন পরিবর্তন করছে করোনা। এবার ওমিক্রন আতঙ্ক না কাটতেই ইসরায়েলে শনাক্ত হলো ‘ফ্লোরোনা। করোনা ও ইনফ্লুয়েঞ্জার সমন্বিত রূপ এটি। ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারীর দেহে এ ধরন শনাক্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে।

ওমিক্রন আতঙ্কের কারণেই বিশ্বব্যাপী বুস্টার ডোজ শুরু করেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ইসরায়েলে করোনার চতুর্থ টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে। দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তিদের চতুর্থ টিকা দেওয়া হবে। চার মাস আগে দেশটির জনসাধারণকে করোনার তৃতীয় টিকা (বুস্টার) দেওয়া হয়েছিল।

সম্প্রতি যে হারে ওমিক্রন সংক্রমিত বাড়ছে এবং একজন আক্রান্ত হয়েছেন ফ্লোরোনায়, তাতে করে যাদের দুর্বল রোগ প্রতিরোধ শক্তি, তাদের চতুর্থ টিকার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেছে ইসরায়েলের সরকার।

এর আগে ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেন। এ পরিকল্পনাকে স্বাগতও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App