×

সারাদেশ

উন্নয়ন রক্ষার্থে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

উন্নয়ন রক্ষার্থে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নব-নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পুলিশের নব-নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বর্তমান প্রধান মন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রয়েছে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেশের অভ্যন্তরীণ সকল কর্মকান্ডে বাংলাদেশ পুলিশের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নে পুলিশও অংশীদার। এই দেশের পুলিশকে বিশ্বের সঙ্গে সমতা রেখে আধুনিকায়ন করছেন প্রধান মন্ত্রী।

রবিবার (২ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) নব-নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব বলেন।

এ সময় মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে ৩ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে। তাদের উন্নত মানের প্রশিক্ষন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজে নিয়োজিত করতে হবে।

বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

অন্যদিকে সকাল ১০টায় একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন পুনাক এর কেন্দ্রীয় সভানেত্রী বেগম জীশান মীর্জা। অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App