×

আন্তর্জাতিক

ইয়েমেনে ৩৭ হুতি বিদ্রোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৭:০৩ পিএম

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবে সৌদি আরব নেতৃত্বাধীন সেনাবাহিনী ও ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বিদ্রোহীদের ৩৭ জন নিহত হয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) ইয়েমেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, সরকার নিয়ন্ত্রিত দক্ষিণ মারিবের আল-বালাক আল-শারকি এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় ইয়েমেন সেনাবাহিনী হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে।

সৌদি আরবের মালিকানাধীন আল-আরাবিয়া টিভি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিদ্রোহী হুতিদের ওপর ২৩টি বিমান হামলা চালিয়ে ১৬০ হুতি বিদ্রোহীকে হত্যা করেছে এবং দক্ষিণ মারিব ফ্রন্টলাইনে ১৭টি গাড়ি ধ্বংস করেছে।

এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App