×

আন্তর্জাতিক

ব্যাংক অ্যাকাউন্টে ভুল করে ১৩০০ কোটি টাকা, ফেরত দিতে অস্বীকৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০২:২২ পিএম

ব্যাংক অ্যাকাউন্টে ভুল করে ১৩০০ কোটি টাকা, ফেরত দিতে অস্বীকৃতি

সানট্যান্ডার ব্যাংক

প্রযুক্তিগত ত্রুটি বা ব্যাংকের ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে হঠাৎ বিপুল টাকা জমা পড়েছে। কিন্তু একবারে দুই হাজার গ্রাহকের অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা! বিষয়টা অকল্পনীয় হলেও সম্প্রতি এ রকম বিপুল পরিমাণ টাকা জমা পড়ার ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

লন্ডনের একটি বেসরকারি ব্যাংক গত ২৫ ডিসেম্বর (শনিবার) দুই হাজার গ্রাহকের অ্যাকাউন্টে বড়দিনের উপহার উপলক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ক্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়। টাকার অঙ্কে যা ১৩০০ কোটি টাকারও বেশি। বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় স্যানট্যান্ডার নামে ওই ব্যাংকের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে।

কারণ ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে বাড়তি টাকা গ্রাহকরা ফেরত দিতে চাইছেন না। এমতাবস্থায় সে ব্যাংক যেভাবেই হোক ওই টাকা গ্রাহকদের থেকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এক্ষেত্রে ব্রিটেনের আইন অনুযায়ী যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢুকে যায় তাহলে ব্যাংক তা ফেরত নিতে পারে। গ্রাহক সেই টাকা দিতে অস্বীকার করলে হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে।

ব্রিটেনে স্যানট্যান্ডার ব্যাংকের ৬১৬টি শাখায় প্রায় এক কোটি ৪০ লাখ গ্রাহক আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App