×

জাতীয়

বর্ষবরণ: ফানুসের আগুন লেগেছে রাজধানীর ১০ স্থানে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৮:৫৮ এএম

ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনাগুলো ঘটে। তবে কোনো আগুনই ভয়াবহ নয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, হঠাৎ করে মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর ও লালবাগের পৃথক ছয়টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জেও একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফানুস, গাড়ির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণসহ বিভিন্ন কারণে ঘটনাগুলো ঘটেছে। তবে কোনো ঘটনাই তেমন ভয়াবহ নয়। অনেক জায়গাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মাতুয়াইল কবরস্থানের পাশে একটি স্কুল সংলগ্ন ভবনের আগুন। ফানুস থেকে ভবনটির তিনতলায় আগুন লেগেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত একটার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় লাগা এসব আগুনে মোট ছয়টি ফায়ার স্টেশন কাজ করছে বলেও জানান তিনি।

সব স্থানে লাগা আগুনই নিয়ন্ত্রণে এসেছে বলে এইমাত্র নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App