×

আন্তর্জাতিক

তালেবানের হাতে চলছে দোকানে থাকা ম্যানিকুইনের শিরশ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ১০:২৬ পিএম

তালেবানের হাতে চলছে দোকানে থাকা ম্যানিকুইনের শিরশ্ছেদ

তালেবানের অন্তর্বর্তী সরকারের নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে

দোকানে থাকা ম্যানিকুইন ‘মূর্তি’ বলে চিহ্নিত করে এগুলোর শিরশ্ছেদ করছে তালেবান। সংগঠনটি বলছে, কাপড়ের দোকানে রাখা এই ম্যানিকুইন ইসলাম অনুমোদন করে না। এরইমধ্যে হেরাত প্রদেশের কাপড় বিক্রেতাদের নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা দোকানে থাকা ম্যানিকুইনের মাথা আলাদা করে ফেলে।

প্রথমে তালেবান সব ধরণের ম্যানিকুইন রাখা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এতে আপত্তি জানায় দোকান মালিকরা। তাদের দাবি, এমনিতেই দেশে ব্যবসার খারাপ সময় চলছে। এরমধ্যে ম্যানিকুইন সরিয়ে ফেললে তাদের আর চলার উপায় থাকবে না।

এরপরই শুধু মাথা কেটে ফেলার নির্দেশ জারি করে তালেবান। কিন্তু এটিও মেনে নিচ্ছে না ব্যবসায়ীরা। তারা আপাতত এগুলোকে ঢেকে রাখার পক্ষে।

ব্যবসায়ীদের একজন মোহাম্মদ ইউসুফ জানান, একেকটি ম্যানিকুইনের দাম ১০০ ডলার প্রায়। এগুলোর মাথা কেটে ফেলা হবে বিশাল অর্থনৈতিক ক্ষতি। তালেবান একদমই পরিবর্তন হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App