×

মুক্তচিন্তা

জরাজীর্ণ মুছে স্বাগতম নতুন বছর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৪:১০ এএম

নতুন বছর মানেই আনন্দের ধারা। নতুন বছরে সবকিছু নতুন করে শুরু করবে এই প্রত্যাশা সবার। ব্যক্তিজীবনে নতুন বছরে নিজের জীবনকে আরো সুন্দর করে সাজিয়ে নেয়ার স্বপ্ন দেখে মানুষ। ব্যবসায়ীরা নতুন করে ব্যবসার পরিকল্পনা করেন। চাকরিজীবীরা নতুন স্বপ্নের বীজ বোনেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ছাত্রের আগমনে মুখরিত হবে চারদিক- এমনটা প্রত্যাশা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা হবে শিক্ষার্থীরা। এমনই নানান কিছু অপেক্ষমাণ থাকে নতুন বছরের জন্য। এই যে একটি বছরের পাওয়া না পাওয়া আরেকটি বছরের অপেক্ষা এ যেন সব মানুষের প্রাণের সঙ্গে মিশে থাকা না বলা কথা। নতুন বছরের অপেক্ষায় থাকে অনেক কিছু। আবার নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশ, বিভিন্ন স্থানে আয়োজন করা হয় একেক রকম অনুষ্ঠানের। ইংরেজি নববর্ষ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয় নানা ধরনের অনুষ্ঠান। পারিবারিক পার্টি, সংগীতানুষ্ঠান, পারিবারিক মিলন মেলা, ফানুস উড়ানো থেকে শুরু করে নানা ধরনের আয়োজনে মুখরিত থাকে চারদিক। পুরনো বছরের সব ব্যর্থতা, গøানি, দুঃখ-কষ্টকে পেছনে ফেলে অধীর আগ্রহে থাকে নতুন বছরকে বরণ করার জন্য। ফুলের দোকানগুলোতে থরে থরে সাজানো থাকে নানান ফুল। ইংরেজি নববর্ষ উপলক্ষে আর যাই হোক অন্তত একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রিয়জনদের। বড় বড় কনসার্টের আয়োজন করা হয় বছরের শেষ দিন। বছরের শেষ দিনের সূর্যাস্তও যেন জানিয়ে দেয় এ বছরের জন্য আজকেই আমার শেষ অস্ত যাওয়া, নতুন ভোরের অপেক্ষা করো। চারদিকের পরিবেশে একটা থমথমে ভাব বিরাজ করে। বিদায়ের চিহ্নটুকু উপলব্ধি করা যায়। তবে এ বিদায়ের পেছনেও লুকিয়ে থাকে নতুন কিছু পাওয়ার। সারাদিনের রোদ যেন জানিয়ে যায় কাল থেকে আমি নতুন করে আলো ছড়াব। গাছের পাতা বলে নতুন বছরে আমি নতুন করে সাজব। নদীর পানি কলকলিয়ে বলে উঠে এই তো এ বছর আমার শেষ ঢেউ খেলানো, সামনের বার নতুন রূপে হাজির হবো। সাধারণ মানুষ বলে যাক জরাজীর্ণতায় এ বছরটা কেটেছে কাটুক সামনের বছরটা যেন অন্তত ভালো কাটে। কৃষকের প্রত্যাশা এ বছর কাক্সিক্ষত ফলন না পেলেও নতুন বছরে পেতে পারি। রাস্তার মোড়ে মোড়ে প্রতিটি চায়ের দোকানেও পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর কথা শোনা যায়। একটা বছরে একটা পরিবার, সমাজ তথা রাষ্ট্রের অনেক হাসি-কান্না জড়িয়ে থাকে। হাসি-কান্না, আনন্দ-বেদনার মধ্য দিয়ে চলে যায় প্রতিটি বছর। গেরস্ত বউ বলেন, এই তো সেদিন বছর শুরু হলো দেখতে দেখতেই শেষ! থেকে যায় কত না বলা কথা, থেকে যায় কত না দেখা নানান রূপ বৈচিত্র্য। বছরের শেষ দিনের সূর্যটা জানিয়ে দেয় এই তো আর কিছুক্ষণ, তারপর আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমাদের জন্য আসছে নতুন একটি ভোর। নতুন বছরে নতুন সূর্যের আলোয় আঁধারের চাদর সরিয়ে উন্মোচিত হবে নতুন একটি ভোর। যে ভোরে পাখি গাইবে নতুন করে, নতুন সুরে। প্রজাপতিরা নতুন ফুলে ফুলে উড়বে। বাগানে নতুন কুঁড়ি ধীরে ধীরে ফোটবে। নদীর স্রোতের ধারা নতুন বছরে কলকল করে উঠবে। নতুন বছরে সব কিছু নতুনভাবে শুরু করবে। নতুন ভোর, নতুন সূর্য, এক চিলতে রাঙা আলোয়, পেছনের জরাজীর্ণতা ভুলে স্বাগতম হে নতুন বছর। বারী সুমন ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App