×

আন্তর্জাতিক

কোভিডের বড় থাবার মধ্যেই নতুন বছরে পা দিল চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৬:১৭ পিএম

কোভিডের বড় থাবার মধ্যেই নতুন বছরে পা দিল চীন

নতুন বছরের প্রথম দিনেই সংক্রমণের বড় ধাক্কা খেলো চীন

দুই বছর আগে চীনে করোনাভাইরাস হানা দেওয়ার পর ২০২২ সালে দেশটি নতুন বছর শুরুর প্রথম দিনেই করোনাভাইরাস সংক্রমণের বড় ধাক্কা খেয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার (১ জানুয়ারি) ১৭৫টি নতুন সংক্রমণের কথা জানিয়েছে। অথচ গত সপ্তাহের ৭ দিনে চীন সর্বমোট ১১৫১ টি সংক্রমণ রেকর্ড করেছে। খবর আল জাজিরার।

করোনাভাইরাসের এ ধাক্কায় বেশিরভাগক্ষেত্রে দেশটির উত্তরপূর্ব প্রদেশের শিল্পকারখানা এলাকা ও ১৩ লাখ মানুষের বসবাসস্থল জিয়ান শহরের প্রযুক্তিকেন্দ্রে প্রাদুর্ভাবটি দেখা গেছে।

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সাংহাই অঞ্চলের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিও গুয়োজং বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দিন আসছে।

উল্লেখ্য, বেইজিং আগামী ফেব্রুয়ারি মাসে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে। এমতাবস্থায় কোভিড আক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি সত্যি উদ্বেগজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App