আগামী ১৬ জানুয়ারি জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন শুরু হবে। শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি রোজ রবিবার বিকাল ৪ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ (২০২২ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষন দেবার কথা আছে। শীতকালীন এ অধিবেশনটি বেশ কয়েকদিন চলতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।