বার্নলিকে হারিয়ে বছর শেষ করলো ম‍্যানইউ

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১ , ১০:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২১ , ১০:৫৪ পূর্বাহ্ণ

করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ। দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণার পরিপ্রেক্ষিতে ওঠে আসে এমন তথ্য।

বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ আফ্রিকার সরকার এ সংক্রান্ত একটি গবেষণা বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে বলা হয়, জনসনের টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর ওমিক্রনের বিরুদ্ধে।

এ জন্য দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল ৬৯ হাজার স্বাস্থ্য কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এই কর্মীরা জনসনের তৈরি টিকা নিয়েছিলেন। এক ডোজের এই টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের। গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালানো হয়।

যদিও জনসনের টিকা নিয়ে বেশকিছু ঝুঁকির কথা এর আগে জানিয়েছিলে বিশেষজ্ঞরা। এই টিকা নেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র এই টিকা প্রদান বন্ধ করে। এই ধরনের পদক্ষেপ নেয় ইউরোপের দেশগুলোও।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়