×

শিক্ষা

দেশে এলো ভারতে ছাপানো প্রাথমিকের ৫ লাখ বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১০:১৪ পিএম

দেশে এলো ভারতে ছাপানো প্রাথমিকের ৫ লাখ বই

ভারত থেকে আসা প্রাথমিকের বই হাতে সংশ্লিষ্টরা। ছবি : সংগৃহীত

ভারত থেকে বেনাপোল বন্দর হয়ে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ লাখ ২৯ হাজার ৮৩৩টি বই আমদানি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নির্দিষ্ট চুক্তিতে ভারতে ছাপানো বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল বন্দরের মাধ্যমে পাঁচটি ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দরের ২৭ নম্বর শেডে আমদানিকৃত বই ভারতীয় ট্রাক থেকে আনলোড করে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কন্ট্রোলার ও প্রডাকশন সাইদুর রহমান।

বেনাপোল বন্দরের ২৭ নম্বর শেডের ইনচার্জ আব্দুল হাফিজ জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানি মূল্য এক লাখ ৩০ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

বইয়ের সাপ্লায়ার বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হক বলেন, যদিও আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি তারপরও প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে আমরা যথাসময়ে পাঠ্যপুস্তকগুলো যথাস্থানে পৌঁছে দেব। সেই অনুযায়ী দ্রুত কাজ চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App