×

খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গেল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৫:৫১ পিএম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গেল ভারত

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় ফিল্ডারদের উল্লাস। ছবি : ভোরের কাগজ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। শেষ দিনে ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে গেছে প্রোটিয়াদের ইনিংস। ভারতের পক্ষে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি ৩টি করে উইকেট শিকার করেন। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শেষ দিনের জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ২১১ রান। আগেরদিন ৪ উইকেট হারিয়ে ৯৪ রানে দিন শেষ করেছিল ডিন এলগারের দল। শেষ দিনে ব্যাটিয়ে এসে শুরুটা মন্দ ছিল না। শেষ দিনে দলের খাতায় ৩৬ রান যোগ হতেই সাজঘরে পাড়ি দেন প্রোটিয়া অধিনায়ক এলগার। তিনি ১৫৬ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন। এরপর কুইন্টন ডি ককের সঙ্গে জুুটি গড়ে তোলেন টেম্বা বাভুমা। কিন্তু তাদেরকে ম্যাচের হাল ধরতে দেননি মোহাম্মদ সিরাজ। ডি কক ২৮ বলে ২১ রান করে সিরাজের বলে বোল্ড হন। বাভুমা শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকলেও তাকে কেউ সঙ্গ দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ভারতের পক্ষে বুমরাহ ৫০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। শামি ৩ উইকেট শিকার করতে ৬৩ রান খরচা দেন। ২ উইকেট করে শিকার করেন মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন লোকেশ রাহুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App