×

জাতীয়

জিপিএ ৫’র সঙ্গে পাসেও এগিয়ে মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০১:১৯ পিএম

জিপিএ ৫’র সঙ্গে পাসেও এগিয়ে মেয়েরা

ফাইল ছবি

জিপিএ ৫’র সঙ্গে পাসেও এগিয়ে মেয়েরা

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দে আত্মহারা ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরা। ছবি: শাহাদাত হাওলাদার

এবারও এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে আছেন নারী শিক্ষার্থীরা। এ বছরের পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন, ছাত্রীর সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন।

ছাত্র উত্তীর্ণ হয়েছে ১০৫৮৬২৮, ছাত্রী হয়েছে ১০৩৭৯১৮। উর্ত্তীণের হার ছাত্র ৯২.৬৯ শতাংশ ও ছাত্রীর হার ৯৪.৫০ শতাংশ। ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৬৫৭৫৪ ও ছাত্রী ৭০১৪৪ জন। জিপিএ-৫ প্রাপ্তের হার ছাত্র ৬.৪৪ ও ছাত্রী ৬.৮৯ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের গড় হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২.৮৭ ভাগ।

শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৫ হাজার ৪৯৪ টি। অন্যদিকে শূন্য পাশের সংখ্যা ১৮টি প্রতিষ্ঠানে।

এবারের করোনার কারণে এ বছরের পরীক্ষা সীমিত পরিসরে নেয়া হয়। পরীক্ষা হয় ৩ বিষয়ে। বাকি বিষয়গুলোর ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App