অন্ত্রে আবার রক্তক্ষরণ হচ্ছে খালেদা জিয়ার

আগের সংবাদ

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫০৯

পরের সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গেল ভারত

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১ , ৫:৫১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২১ , ৫:৫১ অপরাহ্ণ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। শেষ দিনে ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে গেছে প্রোটিয়াদের ইনিংস। ভারতের পক্ষে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি ৩টি করে উইকেট শিকার করেন। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শেষ দিনের জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ২১১ রান। আগেরদিন ৪ উইকেট হারিয়ে ৯৪ রানে দিন শেষ করেছিল ডিন এলগারের দল। শেষ দিনে ব্যাটিয়ে এসে শুরুটা মন্দ ছিল না। শেষ দিনে দলের খাতায় ৩৬ রান যোগ হতেই সাজঘরে পাড়ি দেন প্রোটিয়া অধিনায়ক এলগার। তিনি ১৫৬ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন। এরপর কুইন্টন ডি ককের সঙ্গে জুুটি গড়ে তোলেন টেম্বা বাভুমা। কিন্তু তাদেরকে ম্যাচের হাল ধরতে দেননি মোহাম্মদ সিরাজ। ডি কক ২৮ বলে ২১ রান করে সিরাজের বলে বোল্ড হন। বাভুমা শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকলেও তাকে কেউ সঙ্গ দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ভারতের পক্ষে বুমরাহ ৫০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। শামি ৩ উইকেট শিকার করতে ৬৩ রান খরচা দেন। ২ উইকেট করে শিকার করেন মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন লোকেশ রাহুল।

আর- এস / ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়