×

আন্তর্জাতিক

নতুন বছরের আগে ইংল্যান্ডে আসছে না বিধিনিষেধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৮ এএম

নতুন বছরের আগে ইংল্যান্ডে আসছে না বিধিনিষেধ

প্রতীকী ছবি

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জেভিদ বলেছেন, নতুন বছরের আগে ইংল্যান্ডে কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। তবে নতুন বছর উদযাপনে সর্বাবস্থায় সতর্কতা কাম্য।

বড়দিন উৎসবের পর থেকে ইংল্যান্ডে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৫ ডিসেম্বর দেশটিতে সংক্রমণ ছিল এক লাখ ১৩ হাজার ৬২৮, ২৬ ডিসেম্বর ছিল এক লাখ তিন হাজার ৫৫৮ এবং ২৭ ডিসেম্বর ৯৮ হাজার ৫১৫।

অন্যদিকে, মহামারি শুরুর পর থেকে বড়দিনের সপ্তাহে স্কটল্যান্ডে সবচেয়ে বেশি সংক্রমণ ছিল। সেই কারণে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জাভেদ জানান, ইংল্যান্ডে করোনা সংক্রমিতের মধ্যে ৯০ শতাংশই এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App