×

সাহিত্য

অনন্যা শীর্ষদশ সম্মাননা পেলেন দশ নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম

অনন্যা শীর্ষদশ সম্মাননা পেলেন দশ নারী

মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। ছবি: ভোরের কাগজ

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০ পেলেন দশ নারী। এ বছরের সম্মাননাপ্রাপ্তরা হলেন : রাজনীতিতে কামরুন্নাহার জাফর, উদ্যোক্তায় শাহীদা বেগম, প্রযুক্তিতে লাফিফা জামাল, কৃষিতে অল্পনা রানী, নাট্য নির্মাণে চয়নিকা চৌধুরী, কর্পোরেটে স্বপ্না ভৌমিক, বিজ্ঞানে সেঁজুতি সাহা, অধিকার কর্মী হিসেবে তাসনুভা আনান, ক্রীড়ায় জাহানারা আলম, লোক-ঐতিহ্যে রূপন্তী চৌধুরী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. দীপু মনি বলেন, অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন দেশের সংগ্রামী নারীদের খুঁজে খুঁজে নিয়ে আসছেন। আজকে প্রতিটি ক্ষেত্রে দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। এর পেছনে সব থেকে বড় ভূমিকা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের নানা নিয়ম-নীতির জন্যই মেয়েরা নিজ নিজ অঙ্গনে সফলতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের মেয়েরা অসাধারণ সব সাফল্য অর্জন করেছেন। ফুটবল ও ক্রিকেটসহ সকল খেলাধুলায়ও মেয়েরা এগিয়ে যাচ্ছে। মেয়েদের এগিয়ে যাওয়ার পেছনে অনন্যার সম্মাননা অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য মেয়েরা কাজ করে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাসমিমা হোসেন বলেন, করোনাকালীন সময়ের পরে আমাদের জীবনযাপন পাল্টে যাচ্ছে। ভার্চুয়াল জগতের বাইরে এসে এভাবে স্বশরীরে অনুষ্ঠান করতে পারবো সেটা ভাবতে পারিনি। তবে অনন্যার সাথে যুক্ত যুবকদের প্রচেষ্টায় আমরা স্বশরীরে অনুষ্ঠানটি করতে পারছি। গত ২৮ বছরে ২৮০জন নারী এ সম্মাননায় ভূষিত হলেন।

এর আগে, অনুষ্ঠানের শুরুতেই সম্মাননাপ্রাপ্তদের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সংগীত পরিবেশন করেন ভৈরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App