দেশের শোবিজে পরিচিত দুই মুখ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তারা বাস্তব জীবনের দম্পতি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফারুকীর সঙ্গে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে সুখবর দিলেন তিশা। জানালেন, মা হচ্ছেন তিনি।
ফেসবুকে দেখা গেছে, পাশাপাশি দুটি ছবি। পাশাপাশি দুই জন। ফেসবুক পোস্টে তিশা লিখেছেন, ‘নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’ কিংবা ‘আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?’ এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।
আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’ তিশার এই ঘোষণায় ‘লাভ’ ও ‘কেয়ার’ ইমোজি দিয়ে শুভকামনা ছড়িয়ে দিচ্ছেন ভক্তরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।