×

জাতীয়

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করলেন আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৫৪ পিএম

বিএনপির সাজাপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’র জন্য বিদেশে যাওয়ার বিষয়ে তার পরিবারের করা আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। এখন সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। এরপর মতামতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের বিষয়টি পর্যালোচনা করে তার কোনো আইনগত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তবে আইনি মতামতে কী বলা হয়েছে, তা স্পষ্ট করে বলেননি মন্ত্রী।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়েছে। না-সূচক আইনি মতের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ছয়টি উপধারা রয়েছে। সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজেকশন আবার বিবেচনার সুযোগ নেই। তাই দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App