×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নৌকা ভেঙে উপকূলে ভাসছে রোহিঙ্গারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৪১ পিএম

ইন্দোনেশিয়ায় নৌকা ভেঙে উপকূলে ভাসছে রোহিঙ্গারা

রবিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপের উপকণ্ঠে ভেঙে নৌকার যাত্রীদের উদ্ধার কাজ চলছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সুমাত্রা দ্বীপের কাছে নারী ও শিশুসহ রোহিঙ্গা শরণার্থীদের বহনকরী একটি নৌকা ভেঙে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছ থেকে এ খবর জানা গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, আচেহ প্রদেশের বিরুয়েন এলাকায় রবিবার রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকাকে ভাসতে দেখা যায়। ভেসে যাওয়া রোহিঙ্গাদের উদ্ধারে ইউএনএইচসিআর স্থানীয় কর্তৃপক্ষের কাজ করছে বলে জানিয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, নৌকাটিতে প্রায় ৭০ জন শরণার্থী ছিল। স্থানীয় জেলে সম্প্রদায়ের নেতা বদরুদ্দিন জুসুফ ধারণা করছেন নৌকাটিতে ১২০ জনের মতো মানুষ ছিল। তাদের খাবার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App