×

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১১:২৭ পিএম

ট্রেনের ধাক্কায় নারায়ণগঞ্জের বন্দর রেলগেটে থেমে থাকা একটি বাসে আহত এক শিশু ঢাকা মেডিকেলে মারা গেছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তুহিন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

তিনি জানান, শিশুটির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর। এই ঘটনায় আহত বাস ড্রাইভার নুরু মিয়া (৩০) ও মনোরঞ্জন সাহা (৪০) ভর্তি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। আন শিশুটিকে মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নুরু মিয়া জানায়, তিনি থাকেন নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায়। বাঁধন পরিবহন ড্রাইভার সে। ঘটনার সময় রেল গেটের আটকে পড়া বাসের সামনে থেকে যানজট কমানোর জন্য কাজ করছিলেন।

মনোরঞ্জন সাহা জানান, তিনি থাকেন ফতুল্লার ডালপট্টি এলাকায়। এক নাম্বার রেলগেটের পাশে তিনি নতুন টাকা বিক্রি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App