×

সারাদেশ

ছাগলের খৎনায় ৩০০ মানুষ খাওয়ালেন দিনমজুর দম্পতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০২ এএম

ছাগলের খৎনায় ৩০০ মানুষ খাওয়ালেন দিনমজুর দম্পতি

সস্ত্রীক কুষ্টিয়ার দিনমজুর ওহাব। ছবি : সংগৃহীত

দাম্পত্যের বয়স প্রায় ২৫। কিন্তু এখনও নিঃসন্তান তারা। দারিদ্র্যের তীব্রতার জন্য আত্মীয়দের কাউকে নিজের বাসায় খেতে দিতে পারেননি। সম্প্রতি তাদের বাড়িতে পালিত একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। এখন সেই ছাগলের বাচ্চা দুটিকেই সন্তানবৎ লালনপালন করছেন এই দম্পতি।

বলছিলাম, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের এক দিনমজুর ওহাব এবং তার স্ত্রী লাইলী বেগমের কথা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তারা ছাগল দুটির খৎনা করেছেন। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের বাড়িতে প্রায় ৩০০ স্বজন ও প্রতিবেশী দুপুরের খাবারে অংশ নেন।

এদিকে এমন আয়োজনের খবর এলাকায় চাপা থাকেনি। খবর পেয়ে উৎসুক জনতা ছাগলের বাচ্চা দুটি দেখার জন্য ভিড় করেছেন।

এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগম ২৫ বছর আগে বিয়ে করেন। কিন্তু, এতদিনেও তাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তবে কয়েকদিন আগে তাদের একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দুটির খৎনার আয়োজন করে তারা। এজন্য গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩০০ মানুষকে খাইয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App