ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন দুজন। শুক্রবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাজানে মিসাইল হামলা চালায় ইয়েমেনে সাত বছর ধরে যুদ্ধরত এই বিদ্রোহী গোষ্ঠী।
শুক্রবার হুথিদের করা ওই হামলায় নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ইয়েমেনের নাগরিক। এছাড়া হামলায় আরও সাত জন আহত হয়েছেন। খবর দ্য হিন্দুর।
আহতদের ছয় জন সৌদির এবং একজন জাজান শহরের বাঙালি বাসিন্দা। তবে আহত বাঙালি ব্যক্তি বাংলাদেশি নাগরিক কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, হামলায় মোট ১২টি গাড়ি এবং দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।