ছেলে আরিয়ানের বিরুদ্ধে এনসিবির মাদক মামলার কারণে বন্ধ রেখেছিলেন বলিউড কিং শাহরুখ খান। এখন আবার কাজে ফিরেছেন তিনি। তবে এও জানিয়েছেন, ছেলের সুরক্ষার জন্য মুম্বাই ছাড়বেন না তিনি।
শাহরুখ খানের ঘনিষ্ঠজনেরা বলছেন, ছেলে আরিয়ানের সুরক্ষাকেই এখন বড় করে দেখছেন শাহরুখ। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, শাহরুখ খান পরিচালকদের কাজে ব্যাঘাত ঘটুক এটি যেমন চান না, তেমনই ছেলের সুরক্ষার বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে চান না। এ কারণে আপাতত মুম্বাই ছাড়ছেন না তিনি। নতুন বছর উদযাপনের জন্য সপরিবারে ভারতের বাইরে ভ্রমণের পরিকল্পনা করেছেন শাহরুখ। এ মুহূর্তে তার দেশের বাইরে শুটিংয়ের শিডিউল নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।