×

সারাদেশ

পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫ পিএম

পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

শুক্রবার পাটুরিয়া যানবাহনের দীর্ঘ সারি। ছবি : ভোরের কাগজ

ঘন কুয়াশা আর সরকারি ছুটি থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় দীর্ঘ সময় ঘাট এলাকায় বিরাজ করছে যানজট। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে পাটুরিয়া ঘাট পয়েন্টের যানবাহনের বাড়তি চাপের তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দুটি ট্রাক ট্রার্মিনালে চার শতাধিক ট্রাক, ৫ নম্বর প্ল্যাটুন এলাকা থেকে নালী এলাকা পর্যন্ত ছোট গাড়ি (প্রাইভেটকার) সাড়ে চার শতাধিক ও শতাধিক যাত্রীবাহী পরিবহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম জানান, গত দুই দিন ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বেশকিছু সময় বন্ধ ছিল। এ কারণে সাধারণ পণ্য বোঝাই ট্রাক পার করা সম্ভব হয়নি। শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। আমাদের ধারণা সন্ধ্যার দিকে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার) পার করতে পারবো। পর্যায়ক্রমে ট্রাকগুলোকে পার করা হবে। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি মধ্যে কেরামত আলী নামে রো-রো ফেরিটি ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য রাখা হয়েছে। বাকি ফেরিগুলো দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App