×

আন্তর্জাতিক

ওমিক্রন ঠেকাতে ভারতের আরেক রাজ্যে রাত্রীকালীন কারফিউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ০৭:২৪ পিএম

ভারতের মধ্যপ্রদেশের পর এবার করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে উত্তর প্রদেশেও রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামীকাল শনিবার (২৫ ডিসেম্বর) থেকে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে।

আরও বলা হয়েছে, বিয়ে এবং কোনো ধরনের জন সমাবেশে দুই শতাধিক মানুষ অংশ নিতে পারবেন না। এছাড়া যেকোনো জনসমাবেশে অংশগ্রহণকারীদের যথাযথ উপায়ে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে উত্তর প্রদেশের সরকার নির্দেশনা জারি করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের ‘মাস্ক ছাড়া পণ্য বিক্রি নয়’ নীতি অনুসরণের অনুরোধ করেছেন বলে প্রাদেশিক সরকার জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশেও ওমিক্রন থেকে সুরক্ষার জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App