×

জাতীয়

মালদ্বীপের জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

মালদ্বীপের জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার জাতীয় সংসদ মজলিসে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জাতি গঠনে সংসদ সদস্যদের ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের জাতীয় সংসদ মজলিসে ভাষণ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মালদ্বীপের সংসদে এ ভাষণ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে দুই দেশের দুটি পার্লামেন্টের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

মালদ্বীপের প্রেসিডেন্ট আমন্ত্রণে শেখ হাসিনা ছয়দিনব্যাপী সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালেতে গেছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগের ওপর গুরুত্বারোপ করা হয় এবং দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App